• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গণসংহতির কর্মসূচিতে পুলিশের বাধা, আহত ৪


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২, ০৪:০১ পিএম
গণসংহতির কর্মসূচিতে পুলিশের বাধা, আহত ৪

গণসংহতি আন্দোলনের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় জিরো পয়েন্ট পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এতে চারজন আহত হয়েছেন বলে দাবি গণসংহতি আন্দোলনের।

আহতরা হলেন গণসংহতির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুয়েল হোসেন, আরমানুল হক ও সৌরভ।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “ন্যায্য মজুরির দাবিতে চা-শ্রমিকরা অনেক দিন ধরে আন্দোলন করে আসছেন। বর্তমানে আমাদের মাথাপিছু আয় কত তা তারা অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু সরকার তাদের দাবির ব্যাপারে উদাসীন। তারা তো রাষ্ট্র দখল করতে আসেনি।”

তিনি আরও বলেন, “চা-শ্রমিকদের আন্দোলনে কোনো রাজনৈতিক পক্ষও ঢোকে নাই। তাহলে তাদের এই ন্যায্য দাবি কেন মানা হচ্ছে না। দিন দিন চা পাতার দাম বাড়ছে। চায়ের রপ্তানিও বেড়েছে। তাহলে শ্রমিকদের বেতন বাড়ে না কেন।”

পুলিশি হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার, চা শ্রমিকদের দাবি মেনে নেওয়াসহ একাধিক দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয় গণসংহতি আন্দোলন।

Link copied!