• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুনি নুর চৌধুরীকে ফেরাতে আলোচনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৭:৪৮ পিএম
খুনি নুর চৌধুরীকে ফেরাতে আলোচনা
ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কানাডা সরকারকে অবহিত করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লিলি নিকোলস।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

এ বিষয়ে রাষ্ট্রদূত লিলি নিকোলস বলেন, “নুর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বুঝতে পারি, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি যে, আমার সরকারকে বিষয়টি জানাবো।”

এ বিষয়ে কানাডা সরকারের অবস্থান কী জানতে চাইলে রাষ্ট্রদূত লিলি বলেন, “এটি এমন একটি বিষয়, যেটি আমার পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেবেন। কিন্তু অবশ্যই বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে আমি বলবো যে, এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।”

এ সময় বাংলাদেশ ও কানাডার মধ্যে ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পূর্তি নিয়ে আমাদের আলোচনা হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত নিকোলাস বলেন, “এটি অনেক দীর্ঘ সম্পর্ক, অনেক গভীর একটি সম্পর্ক।”

Link copied!