তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন," ‘বেগম খালেদা জিয়া দেশে সুচিকিৎসা পেয়েছেন। তিনি যদি সুচিকিৎসা না পেতেন, তাহলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারতেন না।"
সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
‘সরকার সভ্য হলে বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি দিতো’ বিএনপির নেতাকর্মীদের এমন কথার প্রেক্ষিতে মন্ত্রী বলেন, "সরকার বেগম জিয়ার পছন্দ অনুযায়ী হাসপাতালে তার পছন্দের ডাক্তারদের দিয়েই চিকিৎসার ব্যবস্থা করেছেন।"
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য ‘আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না, তাদের সামনে অন্ধকার’ এর পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ, “বিএনপির এ ধরনের বক্তব্য কৌতুকের মতো শোনায়। তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলেই বিএনপি মহাসচিবের মনে ‘পলায়ন’ শব্দটি ঘুরপাক খায়।"
"যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনও রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে আছেন, তাদের দলের মহাসচিব হয়তো নিজে পালাবার আশঙ্কা থেকেই এসব কথা বলেছেন। কারণ, তার মনে ‘পলায়ন’ শব্দটি ঘুরপাক খায়।"
মন্ত্রী বলেন, "বিএনপি নিজেরাই সবসময় অন্ধকারে থাকতে চায়, আলোর মুখ দেখতে চায় না বলেই প্রতিনিয়ত তারা আরও অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে।"