• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

খালেদা জিয়ার অবস্থা ‘গুরুতর’ : ডা. জাফরুল্লাহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৩:৫১ পিএম
খালেদা জিয়ার অবস্থা ‘গুরুতর’ : ডা. জাফরুল্লাহ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ‘গুরুতর’ বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। 

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের একাংশের কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, “আমি তাকে (খালেদা জিয়া) দেখতে গিয়েছিলাম। তার অবস্থা ক্রিটিক্যাল, কখন কী হয় বলা যায় না, আমরা কেউ জানি না।”

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরো বলেন, “আজ তারেকের উচিত হবে প্রতিটি রাজনৈতিক দলকে ফোন করে বলা, আমাকে পছন্দ করেন আর না করেন, মায়ের জন্য সবাই দোয়া করেন। তারেক নিজেই যেন ফোন করে বলেন, আমার মায়ের প্রাণ বাঁচান আপনারা।”

গণফোরামের এ অংশের সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরির ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির নেতা আব্দুস সালাম।

Link copied!