• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করা হচ্ছে : ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৪:০০ পিএম
খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করা হচ্ছে : ফখরুল

খালেদা জিয়াকে সচেতনভাবে তিলে তিলে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, “সরকার সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে।”

শুক্রবার (৩ ডিসেম্বর) প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

মির্জা ফখরুল বলেন, “আমরা চাচ্ছি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিন। এটা ন্যূনতম একটা দাবি, কোনো দয়ামায়া নয়। সাধারণভাবে এটা একজন নাগরিকের সাধারণ অধিকার।”

বিএনপির মহাসচিব আরও বলেন, “দেশের অন্যান্য রাজনৈতিক সংগঠন, সচেতন নাগরিক সবাই বলছেন, খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দিন। তাঁর যে রোগ হয়েছে, এভাবে যদি চলে তাহলে তিনি বেশি দিন বাঁচবেন না। বাংলাদেশে তাঁর চিকিৎসার তেমন সুযোগ নেই।”

বাংলাদেশের গণতন্ত্র ও খালেদা জিয়া অবিচ্ছেদ্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “তিনি এখনো কারাগারে আছেন, হাসপাতালে আছেন। এটি হচ্ছে তাঁর এ দেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম। খালেদা জিয়ার মতো নেত্রীকে সরকার যদি বিদেশে চিকিৎসা নিতে যেতে না দেয়, তবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।”

মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়া গণতন্ত্রকে মুক্তি ও প্রতিষ্ঠা করেছেন, দিয়েছেন প্রাতিষ্ঠানিক রূপ। বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। প্রথম ক্ষমতায় এসেই তিনি কৃষকদের বিশেষ সুযোগ-সুবিধা বাড়িয়েছিলেন। বাংলাদেশের অর্থনীতি সচল করেছিলেন। আর তারই ওপর এখনো বাংলাদেশ চলছে।”

Link copied!