• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘খালেদাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০৩:১২ পিএম
‘খালেদাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে গণফোরাম।

মঙ্গলবার (১৪ জুন) এক বিবৃতিতে দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ কথা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। দুই দিন আগে রাত ৩টায় পুনরায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সব সুব্যবস্থা করার অনুরোধ করছি।”

দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে তাকে অন্তর্বর্তীকালীন মুক্তি দিয়েছে সরকার। শর্তের মুক্তি নিয়ে তিনি গুলশানে নিজ বাসভবন ফিরোজাতেই থাকছিলেন। গত শনিবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

Link copied!