• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে ঢাকায় আসছে কোরবানির পশু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১২:২২ পিএম
‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে ঢাকায় আসছে কোরবানির পশু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে এই সার্ভিসের আওতায় রোববার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত তিন ট্রেনে সহস্রাধিক পশু এসেছে ঢাকায়।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, জামালপুর ও ময়মনসিংহ থেকে তিনটি ট্রেনে আট শতাধিক গরু ও দুই শতাধিক ছাগল ঢাকায় আসে। ঢাকায় আনতে গরুপ্রতি খরচ পড়ছে ৫৮০ টাকা। আর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ভাড়া লাগছে ২৯৬ টাকা। স্বল্প খরচে ঢাকায় পশু আনতে খুশি খামারি ও ব্যবসায়ীরা। কোনো যানজট ছাড়াই নির্বিঘ্নে ঢাকায় এসে সময়মতো হাট ধরতে পেরে সন্তুষ্ট তারা।

ঢাকায় কোরবানির পশুর চাহিদা পূরণে গত বছর থেকে রেলওয়ে এই বিশেষ সার্ভিস পরিচালনা করে আসছে। সামনের বছরগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!