কেরানীগঞ্জের নূরু মার্কেটের আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০১:১৭ এএম
কেরানীগঞ্জের নূরু মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার কেরানীগঞ্জের নূরু মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে।

রোববার (৫ সেপ্টেম্বর) রাত ১১টায় আগুনের এ ঘটনা ঘটে। হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল কর্মকর্তা মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, "খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।"

ফায়ার সার্ভিস বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, " ৯টি ইউনিট রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।"

 

Link copied!