• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মেয়র সাক্কুকে বিএনপির নির্বাহী কমিটি থেকে অব্যাহতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৯:০৭ এএম
মেয়র সাক্কুকে বিএনপির নির্বাহী কমিটি থেকে অব্যাহতি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে খবরটি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, “ইতোপূর্বে দলীয় কর্মসূচিতে আপনার (মনিরুল হক) অংশগ্রহণ সন্তোষজনক না হওয়ায় নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।”

২৮ অক্টোবর তাকে অব্যাহতি দেওয়া হলেও দলের পক্ষ থেকে গণমাধ্যমকে তা জানানো হয়নি। মেয়র সাক্কু নিজেই সোমবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। 

চিঠিতে আরও বলা হয়, “দলীয় কর্মসূচিতে সন্তোষজনক অংশগ্রহণ না করার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।”

এদিকে দলীয় সূত্র জানায়, দলের কর্মকৌশল ঠিক করতে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে গত ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মতবিনিময় সভা করে কেন্দ্রীয় বিএনপি। ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও। কিন্তু ২২ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেননি সিটি মেয়র মনিরুল হক সাক্কু। পরে এ নিয়ে দলীয় ফোরামে সিদ্ধান্ত হয় তাকে সদস্য পদ থেকে বাদ দেওয়ার। 

ওই অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার জন্য সাক্কুকে চিঠি দেওয়া হয়। কিন্তু চিঠির জবাবে সন্তুষ্ট হতে পারেনি কেন্দ্র। তাই তাকে সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়। 

মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি উত্তর দিয়েছিলাম, সেদিন আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক ছিল। যেদিন বৈঠক তার দুই দিন আগে ঢাকা থেকে চিঠি আসছে মিটিংয়ের। সে জন্য আমি যেতে পারিনি। দল তাদের। আমি ৪০ বছর বিএনপি করি। এটি তারেক রহমান সাহেবের ব্যাপার। পার্টির সিদ্ধান্তের ব্যাপার। তারা যা খুশি তা করুক। আমি আমার মতো চলছি।’

Link copied!