• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

করোনায় আক্রান্ত কাজি রোজী আইসিইউতে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ১০:০৯ এএম
করোনায় আক্রান্ত কাজি রোজী আইসিইউতে

একুশে পদকপ্রাপ্ত কবি ও সাবেক সংসদ সদস্য কাজি রোজী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন।  

বুধবার (২ ফেব্রুয়ারি) কবির পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

কাজী রোজীর মেয়ে সুমী সিকানদার বলেন, “আম্মা অনেক অসুস্থ। রোববার (৩০ জানুয়ারি) তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করি।  শারীরিক অবস্থা খারাপ হলে আইসিইউতে নেওয়া হয়। তার মাল্টিপাল অর্গান প্রবলেমের কারণে তিনি নিজে শ্বাস নিতে পারছেন না। করোনা পজিটিভ হয়েছেন। আইসোলেশন আইসিইউতে রাখা হয়েছে তাকে। আম্মার জন্য সবাই দোয়া করবেন।”

১৯৪৯ সালের ১ ফেব্রুয়ারি সাতক্ষীরায় জন্ম নেন কবি কাজি রোজী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক এবং এমএ পাস করেছেন। তথ্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন তিনি। এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন কাজি রোজী। 

এদিকে কবিতায় বিশেষ অবদানের জন্য কাজি রোজী ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০২১ সালে একুশে পদকও পেয়েছেন।

Link copied!