করোনায় মারা গেলেন পিআইবি’র অধ্যাপক কামরুন নাহার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০১:৫১ পিএম
করোনায় মারা গেলেন পিআইবি’র অধ্যাপক কামরুন নাহার

করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সহকারী অধ্যাপক কামরুন নাহার রুমা।

সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কামরুন নাহার রুমার মৃত্যু খবর নিশ্চিত করেছেন তার স্বামী দৈনিক অবজারভার পত্রিকার স্পোর্টস এডিটর মশিউর রহমান।

মশিউর রহমান জানান, গত ১ আগস্ট করোনা আক্রান্ত হন কামরুন নাহার। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ আগস্ট তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার আরো অবনতি হলে গত ৫ আগস্ট তাকে ইমপালস হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠন আল মারকাজুল ইসলামীতে গোসল শেষে কামরুন নাহারের মৃতদেহ তার গ্রামের বাড়ি নরসিংদীতে নিয়ে যাওয়া হবে। সেখানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

কামরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশুনা করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি বেশ কয়েক বছর ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করেছেন বিভিন্ন গণমাধ্যমে। পিআইবিতে অধ্যাপনা শুরুর আগে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগেও শিক্ষকতা করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!