রাজধানীর পুরান ঢাকার কদমতলী এলাকায় নকল রড উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে অভিযান চালাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে র্যাব-১০-এর সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, “নকল রড উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে পুরান ঢাকার কদমতলী এলাকার একটি কারখানায় অভিযান চালানো হচ্ছে। কারখানাটিতে নকল রড উৎপাদন করে বাজারজাত করছিল একটি অসাধু চক্র।”
অভিযান শেষে জরিমানা ও আটকের বিষয়টি জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।