কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ঢাকার রাস্তা ফাঁকা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:২০ পিএম
কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ঢাকার রাস্তা ফাঁকা 

করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীর রাস্তাগুলো অন্য দিনের তুলনায় বেশ ফাঁকা রয়েছে। ঢাকার প্রধান সড়কগুলোয় কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। তবে রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে।

এদিকে বিধিনিষেধকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল। পুলিশের গাড়িও টহল দিয়েছে। দোকান, শপিংমল বন্ধ থাকলেও বিভিন্ন গলির কিছু মুদি দোকান খোলা ছিল। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকায় রাস্তায় মানুষও অনেক কম।

সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ পথে বিমান চলাচলও।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে বিধিনিষেধ আরোপ করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ বিধিনিষেধ ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!