• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ওমিক্রনরোধে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৯:০০ পিএম
ওমিক্রনরোধে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিষয়ে ক্লিনিক্যাল গাইড লাইন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন।

অধিদপ্তরের মুখপাত্র বলেন, “বিভিন্ন গবেষণা থেকে আমরা জেনেছি, ডেল্টা ভেরিয়েন্টের পাশাপাশি অধিকতর ওমিক্রন শনাক্ত হচ্ছে। এই নতুন ধরনের কারণে সংক্রমণ ক্রমাগত বেড়ে চলেছে। এই বিষয়ে ক্লিনিক্যাল গাইডলাইন ইতিমধ্যে তৈরি করা হয়েছে। ক্লিনিক্যাল গাইড লাইন চূড়ান্ত হয়ে গেছে, এই বিষয়ে আমরা এরইমধ্যে আমাদের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছি। করোনার নতুন যে তথ্য রয়েছে সেগুলো রেখেই নতুন গাইড লাইন সাজানো হয়েছে।”

ডা. নাজমুল ইসলাম বলেন, “ওমিক্রন ভাইরাসের যে উপসর্গগুলো রয়েছে, সেগুলোও আমরা দেখছি। এর বাইরে কোনো উপসর্গ রয়েছে কিনা সেটিও ফিজিশিয়ানরা দেখছেন। উপসর্গ যাই হোক না কেন রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

এছাড়া করোনা প্রতিরোধে টিকা গ্রহণ, সঠিক নিয়মে নাক-মুখ ঢেকে মাস্ক পরি, নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যদি দৈনন্দিন কাজকর্ম করা যায়, তাহলে এই মহামারি নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।

Link copied!