• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০১:৫১ পিএম
এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব গ্রেপ্তার

অর্থ আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এন এম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

পিরোজপুরের এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বিরুদ্ধে লক্ষাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এহসান গ্রুপ।

র‌্যাব জানায়, গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানের নামে জমি না কিনে রাগীব আহসান এবং তার আত্মীয়ের নামে জমি কেনা হয়। জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে প্রতিষ্ঠান টাকা আত্মসাৎ করেছে। এ গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের ১৬টিই উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিকেলে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের বিস্তারিত জানানো হবে বলে জানান সহকারী পরিচালক এন এম ইমরান খান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!