রাজধানীর ভাটারা থানা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করতে গিয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. রাহিদুল ইসলাম (৫০)।
শনিবার (২২ জানুয়ারি) পৌনে ৬টায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহিদুল ইসলামের সহকর্মী জাহিদ বলেন, “ভাটারা এলাকায় নির্মাণ কাজের সময় হঠাৎ নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তার বাড়ি লালমনিরহাট। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান জাহিদ।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “বিষয়টি ভাটারা থানা পুলিশকে জানানো হয়েছে।”