এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৯:০৬ এএম
এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই

জাতীয় সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোররাতে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান এমপির ব্যক্তিগত সহকারী উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর রহমান দিনার। তিনি তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান শাহজাহান জানান, মরহুমের জানাজা ও দাফন কোথায় হবে পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২০ সালে কিডনি রোগে আক্রান্ত হন হাসিবুর রহমান স্বপন। এরপর তুরস্কের একটি হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্ট করান। গত দু সপ্তাহ আগে হঠাৎ করোনায় আক্রান্ত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার (৩০ আগস্ট) তাকে তুরস্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমপি হাসিবুর রহমান স্বপন প্রথমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। সাধারণ মানুষের বিপদের বন্ধু বলে পরিচিত তিনি। বিএনপির মনোনয়নে তিনি এমপি হন। ১৯৯৬ সালে এমপি হবার পর আওয়ামী লীগে যোগ দিয়ে হন শিল্প উপমন্ত্রী। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবারও মনোনয়নে পেয়ে উপজেলা চেয়ারম্যান হন।

দশম সংসদ নির্বাচনের পর থেকে টানা দুবার আওয়ামী লীগের নির্বাচিত এমপি হিসেবে কাজ করেন।

Link copied!