আসন্ন ঈদে সড়কের পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। তিনি বলেছেন, “ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষকে ভোগান্তি পোহাতে হবে না। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। সেটা বিবেচনায় রেখে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে।”
রোববার (২৪ এপ্রিল) সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কন্ট্রোল রুমের কাজের কথা উল্লেখ করে সচিব বলেন, “আমাদের কন্ট্রোল রুম আছে। যা ২৪ ঘণ্টা খোলা থাকবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা সিসিটিভি ক্যামেরাও বসাচ্ছি। যা কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা পরিবহন মালিকদের সঙ্গে কথা বলেছি। তাদের কিছু সুপারিশ ছিল। আমরা সেগুলো বিবেচনায় নিয়েছি। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিকভাবে হলে সড়কের পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে।”