ঈদে লঞ্চ সময়মতোই ছেড়ে যাবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। যাত্রীর চাপ সামাল দিতে প্রয়োজনে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে। কালবৈশাখী ঝড় এলে লঞ্চ নিরাপদ স্থানে নিয়ে আসতে হবে।”
রোববার (২৪ এপ্রিল) সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ঝুঁকি নিয়ে যাত্রীদের লঞ্চে না উঠার আহ্বান জানিয়ে নৌপ্রতিমন্ত্রী বলেন, “কেউ ঝুঁকি নিয়ে যাবেন না। নিজেদের জীবন ও পরিবারের বিষয়টি মাথায় রাখবেন। বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌপুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা কাজ করছেন তারা নিজেদের নিরাপত্তার কথা ভাবছেন না। আমরা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছি।”
নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, “আগামী ২০২৫-২৬ সালে আমরা আরও নিরাপত্তার সঙ্গে যাত্রী পারাপার করতে পারব। ঈদ সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”