• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ঈদে চলতে পারে বাস, খুলতে পারে শপিংমল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:১১ পিএম
ঈদে চলতে পারে বাস, খুলতে পারে শপিংমল

দেশে করোনার সংক্রমণ মোকাবেলায় চলছে ‘কঠোর বিধিনিষেধ’। যার মেয়াদ আগামী ১৪ জুলাই শেষ হওয়ার পর ফের বাড়তে পারে। তবে ইসলাম ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষ্যে এই বিধিনিষেধ কিছুটা শিথিল হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানুষের জীবন জীবিকার কথা চিন্তা করে ঈদের আগে সীমিত পরিসরে শপিংমল খুলে দেওয়া হতে পারে। এছাড়া জেলা ও সিটি কর্পোরেশনের মধ্যে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। তবে আগের মতোই বন্ধ থাকবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। কেউ যাতে ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করেন সেই নির্দেশনাও দেওয়া হবে।

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে ইতোমধ্যে ‘কঠোর বিধিনিষেধে’র মধ্যেও দেশের বিভিন্ন জায়গায় পশুর হাট বসতে শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনেই এসব পশুর হাট বসছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

ঈদের আগে বিধিনিষেধ শিথিল করা হবে কি না তা সোমবার জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!