• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

ঈদের জন্য লকডাউন শিথিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:০৬ পিএম
ঈদের জন্য লকডাউন শিথিল

১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ২২ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত শিথিল করা হয়েছে চলমান লকডাউন। তবে ২৩ জুলাই থেকে আবারও দেশজুড়ে কঠোর বিধিনিষেধ জারি হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারি তথ্য বিবরণীতে আরও উল্লেখ করা হয়, বিধিনিষেধ শিথিল থাকাকালীন স্বাস্থ্যবিধি গণপরিবহন চলবে এবং শপিং মলসহ দোকানপাটও খোলা থাকবে।

বিভিন্ন এলাকায় কোরবানির হাটও বসানোরও অনুমতি দেওয়া হয়েছে নির্দেশনায়। তবে গণপরিবহন চলবে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে।

শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের জীবিকার কথা বিবেচনায় ঈদের আগে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে।

করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। শুরুতে ৭ জুলাই পর্যন্ত সময়সীমা থাকলেও পরে এক সপ্তাহের জন্য বাড়ানো হয়। বুধবার (১৪ জুলাই) শেষ হবে চলমান লকডাউন।

Link copied!