ইসিবি চত্বরে শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৫:৪৩ পিএম
ইসিবি চত্বরে শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

রাজধানীর ইসিবি চত্বরে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিহত শিক্ষার্থী শান্ত হাসানের বাবা মোস্তফা কামাল বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন। 

পরে বিকেলে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, “বৃহস্পতিবার রাতে ইসিবি চত্বরে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র আবুল কালাম আজাদ ওরফে শান্ত প্রাইভেট কারের ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় তার বাবা আজ থানায় একটি মামলা করেছেন। এ মামলায় আটক প্রাইভেট কার চালক মো. শাকিলকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরেকজনকে আসামি করা হয়েছে।”

মামলার বিবরণে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টায় ইসিবি চত্বর এলাকায় চালক বেপরোয়া ও দ্রুত গতিতে প্রাইভেটকার চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেন। ফলে মোটরসাইকেল আরোহী সামান্য আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজনসহ আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র আবুল কালাম আজাদ ওরফে শান্ত প্রাইভেটকারটি থামানোর চেষ্টা করে। চালক আরও বেপরোয়া ও দ্রুত গতিতে গাড়িটি চালিয়ে পালানোর চেষ্টাকালে ইসিবি চত্বর এলাকার আর্মি মার্কেটের সামনে শান্তকে সজোরে ধাক্কা দেন।

এতে স্কুলছাত্র শান্ত পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন শান্তকে চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রাইভেটকারটি আটক করে।

Link copied!