• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আরেকটি সর্বোত্তম ভোট নারায়ণগঞ্জে: ইসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৭:৫৯ পিএম
আরেকটি সর্বোত্তম ভোট নারায়ণগঞ্জে: ইসি

গত পাঁচ বছরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) দ্বিতীয় সর্বোত্তম ভোট হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। তার মতে প্রথম সর্বোত্তম ভোট হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে।

রোববার (১৬ জানুয়ারি) আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ‘আমার কথা’ শিরোনামের লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন। এ জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ইসি।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা নাসিক নির্বাচনের চারটি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেন মাহবুব তালুকদার। এরপর ঢাকায় ফিরে সাংবাদিকদের সামনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে তার অভিমত প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে ইসি মাহবুব তালুকদার বলেন, “নাসিক নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি ইতোপূর্বে বলেছি যার শেষ ভালাে, তার সব ভালাে। নাসিক নির্বাচনে আমি ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। বিগত ৫ বছরে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্বোত্তম।”

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার পরও সাংসদ শামীম ওসমানকে চিঠি না দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন মাহবুব তালুকদার। তিনি বলেন, “একজন সাংসদ আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন। কিন্তু আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে কোনাে চিঠি পর্যন্ত দেওয়া হয়নি। বরং বলা হয়েছে, তিনি আচরণবিধি লঙ্ঘন করলেও শাস্তিযােগ্য অপরাধ করেননি।”

আচরণবিধি ভঙ্গ করলে শাস্তিযােগ্য অপরাধ কিংবা শাস্তিহীন অপরাধের বিভাজন কোথায় আছে? অন্যান্য মাননীয় সংসদ সদস্যদের আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিঠি দেওয়া হলাে কেন? এসব প্রশ্ন করে তিনি বলেন, “এসব বিষয় নির্বাচনে নিরপেক্ষতার লক্ষণ নয়।”

Link copied!