• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ০৪:২৪ পিএম
আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজধানীসহ সারা দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা যেন কমছেই না। এতে মৃত্যু হচ্ছে অনেকের। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। ফলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে ১২ জনে দাঁড়িয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৫ জন।

মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫১ জন নতুন ডেঙ্গু রোগী এবং ঢাকার বাইরে সারা দেশে ১৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া এখন সারা দেশে সর্বমোট ৩২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 

Link copied!