• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আরও দুই দিন হাসপাতালে থাকতে হবে কাদেরকে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৪:৪৮ পিএম
আরও দুই দিন হাসপাতালে থাকতে হবে কাদেরকে
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সব মেডিকেল টেস্টের রিপোর্ট ভালো এসেছে। 

সর্বশেষ শুক্রবার (১৭ ডিসেম্বর) সিটি স্ক্যান করা হলে, এতেও শঙ্কামুক্তের কথা জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেডিকেল বোর্ডের সদস্য ডা. আতিকুর রহমান বলেন, “ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গতকালের (শুক্রবার) তুলনায় আজকে আরও ভালো। সব পরীক্ষা-নিরীক্ষাতেই রিপোর্ট ভালো এসেছে। তবে আমরা মনে করি তার একটু রেস্ট নেওয়া দরকার, তাই তাকে আর দুই দিন থাকতে বলা হয়েছে।”

আতিকুর রহমান আরও বলেন, “গতকাল তার সিটিস্ক্যান করা হয়েছিল। আজ তার রিপোর্ট দেখেছি, খুবই ভালো। কোনো ধরনের শঙ্কা নেই। এছাড়া তার রক্তের পরীক্ষাতেও রিপোর্ট ভালো এসেছে।”

এর আগে ১৮ ডিসেম্বর তিনি জানিয়েছিলেন, ওবায়দুল কাদের চাইলেই বাসায় যেতে পারবেন। দিন দিন তারা শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে আমরা বলেছি, সার্বিক পর্যবেক্ষণের জন্য আর দুয়েকদিন হাসপাতালে থাকতে। এতে তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা যায়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!