• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

আমিরাত যেতে বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০১:১৩ পিএম
আমিরাত যেতে বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যেতে যাত্রীদের এখন আর বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ছয় ঘণ্টা আগে পিসিআর টেস্ট করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

এর আগে গত আগস্টে শর্ত দেওয়া হয়, সংযুক্ত আরব আমিরাত যেতে হলে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ লাগবে।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েন হাজার হাজার প্রবাসী। কারণ বাংলাদেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরেই আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই। পরে অবশ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছয়টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হয়।
 

Link copied!