• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

আদালতে পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৯:৩৪ এএম
আদালতে পরীমনি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমনিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে আদালতে আনা হয়। এই দিন আদালতে তার রিমান্ড ও জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। 

এর আগে বুধবার (১৮ আগস্ট) এ অভিনেত্রীর আরও ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তাফা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ আগস্ট) শুনানির দিন ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত। একই দিন পরীমনির জামিন আবেদনের শুনানিও করা হবে।

গত সোমবার (১৬ আগস্ট) নায়িকা পরীমনির জামিন আবেদন করেন তার আইনজীবী।

বুধবার (১৮ আগস্ট) শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সিআইডি রিমান্ড আবেদন করায় শুনানি পিছিয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিন ধার্য করা হয়।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে র‌্যাব। এ সময় পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায় বলে জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, ৫ আগস্ট প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকে আসক্ত হওয়ার কথা স্বীকার করেছেন পরীমনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!