• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আট বছর পর চালু অপারেশন থিয়েটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৩:১৪ পিএম
আট বছর পর চালু অপারেশন থিয়েটার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর আজ (বুধবার) থেকে ফের চালু হচ্ছে। বুধবার (১৬ মার্চ) থেকে অফিস চলাকালীন অপারেশন করা হবে।

প্রাথমিক পর্যায়ে সপ্তাহে চার দিন—শনি, রবি, সোম ও বুধবার অপারেশন করা হবে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা এবং সহকারী পরিচালক ডা. রওশন জাহান আখতারের প্রচেষ্টায় পুনরায় অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হচ্ছে।”

ডা. মো. খালেদুর রহমান আরও জানান, আট বছর বন্ধ থাকার পর আজ বুধবার থেকে নিয়মিত অপারেশন করা হচ্ছে। এ জন্য অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনসহ জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

Link copied!