• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঈদযাত্রায় স্বস্তি

আজ খুলছে মহাসড়কের তিন ফ্লাইওভার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ১২:৫৫ পিএম
আজ খুলছে মহাসড়কের তিন ফ্লাইওভার

ঘরমুখী মানুষের ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আবদুল্লাহপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৩টি ফ্লাইওভার চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। 

সড়ক বিভাগ জানায়, সোমবার (২৫ এপ্রিল) জয়দেবপুর মোড় থেকে এলেঙ্গা হয়ে হাটিকুমরুল পর্যন্ত সড়কের নওজোর, সফিপুর ও গড়াই—এ তিনটি ফ্লাইওভার খুলে দেওয়া হবে।

রোরবার (২৪ এপ্রিল) সচিবালয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। এদিন প্রাইভেট পাবলিক পার্টনারশিপে নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ লাখ টাকার প্রথম দফার চেকও হস্তান্তর হয়।

সচিব নজরুল ইসলাম জানান,  ফ্লাইওভারের নির্মাণ চলমান থাকায় এসব পয়েন্টে প্রায়ই যানজট হতো। এবারের ঈদযাত্রার চাপ সামাল দিতে ফ্লাইওভার তিনটি খুলে দেওয়া হচ্ছে।  স্বাভাবিক পরিস্থিতিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০-১৫ হাজার গাড়ি চলাচল করে প্রতিদিন।  কিন্তু ঈদে ৪০ থেকে ৫০ হাজার যানবাহনের চলাচল দেখা যায়।

সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন-সাসেক প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলমান থাকছে বলেও জানান সচিব।

এছাড়া সচিব বলেন, “পরিবহনমালিকদের সুপারিশ বিবেচনায় নিয়েছি। কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে। সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক হলে ঈদে যানজট কমবে।”

Link copied!