• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

আইন-প্রশাসন-বিচার বিভাগ এখন মগের মুল্লুক: ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৯:২৩ এএম
আইন-প্রশাসন-বিচার বিভাগ এখন মগের মুল্লুক: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশ থেকে ন্যায়বিচার নিরুদ্দেশ হয়ে গেছে। আইন, প্রশাসন ও বিচার বিভাগ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে।”

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে আইনের শাসন মাটিচাপা পড়েছে। সরকারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রতিবাদী মানুষের ওপর ভয়াবহ উৎপীড়ন-নির্যাতন নেমে আসছে।”

মির্জা ফখরুল আরও বলেন, “হবিগঞ্জে বিএনপির ডাকা শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুলিবর্ষণ করে নেতা-কর্মীদের চোখ নষ্ট করে দিয়েছে। মিথ্যা মামলা সাজিয়ে নেতা-কর্মীদের আসামি করেছে। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এটা জুলুম।”

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া নিয়ে বিএনপির মহাসচিব আরও বলেন, “গ্যাস, বিদ্যুৎ, পানি ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে।সাধারণ জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছে। সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের কথা ভাবছে না।”

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, “বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকারের সব ঘৃণ্য আচরণ প্রমাণ করে যে, তাদের মানবিকতাবোধ বলে কিছুই অবশিষ্ট নেই। ক্ষমতার দাপট এবং লোভ আওয়ামী সরকারকে হিংস্রতার সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে।”

Link copied!