• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬
খালেদা জিয়ার চিকিৎসা

আইনমন্ত্রীর সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের বৈঠক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৩:৪৫ পিএম
আইনমন্ত্রীর সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের বৈঠক
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এটি পরীক্ষা করে দেখবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এ জন্য তাদের কাছে সময় চেয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে বৈঠকটি শুরু হয়। বৈঠক শেষে আইনমন্ত্রী সংবাদিকদের এ তথ্য জানান। 

এর আগে আজ দুপুর পৌনে ১২টায় স্মারকলিপি দিতে সচিবালয়ে পৌঁছান আইনজীবীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমানের নেতৃত্বে আইনজীবীদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে যান।

প্রতিনিধি দলে এ সময় আরো ছিলেন- অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, নীতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান,  ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আরম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা চৌধুরী, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল), অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট মো. আব্দুল জব্বার ভূঁইয়া, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতারা। তবে সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই। কারণ হিসেবে বলা হচ্ছে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি।

তবে বিএনপি নেতারা বলছেন, “খালেদা জিয়ার এখন যে অবস্থা তাতে দেশে তার প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ নেই।”

 

Link copied!