• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে মাঠ রক্ষায় প্রতিবাদকারী মা-ছেলেকে ছাড়ল পুলিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ০৮:৩৪ এএম
অবশেষে মাঠ রক্ষায় প্রতিবাদকারী মা-ছেলেকে ছাড়ল পুলিশ

রাজধানীর কলাবাগান এলাকায় শিশুদের মাঠে থানা ভবন নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করায় আটক সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহ সাদেকিন পিয়াংশুককে ছেড়ে দিয়েছে পুলিশ।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিতোষ চন্দ্র জানান, রোববার (২৪ এপ্রিল) রাত পৌনে ১২টায় দিকে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে সকালে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ করায় সৈয়দা রত্নাসহ ছেলে ঈসা আব্দুল্লাহকে আটক করে পুলিশ। সকালে সৈয়দা রত্না মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেন। ওই সময় পুলিশ তাদের আটক করে।

 এরপর মা ও ছেলের মুক্তির দাবিতে কলাবাগান থানার সামনে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দা, মানবাধিকারকর্মী ও উদীচীর নেতাকর্মীরা। ‘হে পুলিশ আমার মা কই’, ‘পুলিশ আমার বোন কোথায়’, ‘পুলিশ আমার ভাই কোথায়’, ‘মাঠ দখল করে থানা চাই না’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড থাকে বিক্ষোভকারীদের হাতে। রাত সাড়ে ১১টা পর্যন্ত তারা বিক্ষোভ করে।

পুলিশ জানায়, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলাও হবে।

স্থানীয়রা জানান, কলাবাগারের তেঁতুলতলা মাঠের এক বিঘা জমি মালিকানায় ছিলেন একজন বিহারি। স্বাধীনতাযুদ্ধের পর তিনি দেশে ফেরেননি। সেখানে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করে। কিন্তু সরকারি খাসজমি হিসেবে নথিভুক্ত রয়েছে এই ফাঁকা জায়গাটিতে। সম্প্রতি সেখানে থানা করতে বরাদ্দ দিয়েছে সরকার।

Link copied!