• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

অনেকে জানেন না বিধিনিষেধ চলছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ১১:৩১ এএম
অনেকে জানেন না বিধিনিষেধ চলছে

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইস্যুতে সরকারের দেওয়া ১১ বিধিনিষেধ আজ (বৃহস্পতিবার) থেকে কার্যকর হয়েছে। সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিধিনিষেধ কার্যকরের প্রথম দিনেই দেখা গেছে অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। আবার বিধিনিষেধের বিষয়ে অধিকাংশ মানুষই জানেন না। 

সরেজমিনে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, স্বাভাবিকভাবেই চলছে সবকিছু। অফিসগামী কিংবা দৈনন্দিন কাজে বের হওয়া অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। উল্টো তারা বলছেন, মাস্ক দিয়ে কী আর করোনা আটকানো যাবে। আবার অনেকেই মাস্ক মাত্র নামেই সঙ্গে রেখেছেন। অর্থাৎ মুখের থুঁতনিতে ঝুলিয়ে রেখেছেন কিন্তু মুখে দেননি। এমন কয়েকজনের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, মাস্ক অনেকক্ষণ ধরে মুখে রাখলে গরম লাগে, বিরক্ত লাগে তাই কিছুক্ষণ পরপর মুখে দেই।

কাঁচাবাজারগুলোতেও দেখা যায় মানুষের বেশ জনসমাগম। নেই কোনো নিরাপদ দূরত্ব কিংবা সচেতনতার আভাস। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। একইভাবে কয়েকটি রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, করোনার সনদ না দেখেই প্রতিদিনের মতোই তাদের ব্যবসা চলমান আছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে দেশের সব মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা এ বিষয়টি নিশ্চিত করবেন।

Link copied!