• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অজ্ঞান পার্টির খপ্পরে কাপড় ব্যবসায়ী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৯:২৯ পিএম
অজ্ঞান পার্টির খপ্পরে কাপড় ব্যবসায়ী
ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে এক কাপড় ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই লাখ টাকা খুইয়েছেন। আহতের নাম সজল ঘোষ (৩৫)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।

রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

অসুস্থ সজলের ভায়রা জনি জানান, আমার ভায়রার (সজল) ব্রাহ্মণবাড়িয়ায় নিজের কাপড়ের ব্যবসা রয়েছে। আজ দোকানের কাপড় কেনার জন্য ঢাকায় আসার পথে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তার কাছে থাকা দুই লাখ পাঁচ হাজার টাকার মধ্যে এক পকেটে থাকা দুই লাখ টাকা তারা নিয়ে যায়। অন্য পকেটে থাকা পাঁচ হাজার টাকা তারা নিতে পারেননি। পরে তার কাছে থাকা মোবাইল নিয়ে এক পথচারী ফোন দেন। আমি ফোন রিসিভ করে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে স্টোমাক ওয়াশ দিয়ে তাকে মিটফোর্ডে পাঠানো হয়।

জনি আরও জানান, আমার ভায়রা এখন ভালো আছেন। তাকে মিটফোর্ড হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তান থেকে অচেতন অবস্থায় এক কাপড় ব্যবসায়ী ঢাকা মেডিকেলে নিয়ে আসলে স্টোমাক ওয়াশ দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!