• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৮:১২ পিএম
অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি
ফাইল ছবি

রাজধানীর সায়েদাবাদ মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. খলিল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় সায়েদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী আশরাফ বলেন, “সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে পেট্রোল পাম্পের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন খলিল। আমি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার পাকস্থলী ওয়াশ করা হয়। এ সময় ভুক্তভোগীর সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে তার খালাতো ভাইয়ের কাছে ফোন দেওয়া হয়। পরে তাকে চিকিৎসক মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।”

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “সায়েদাবাদ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছিলেন এক পথচারী। পরে তার পাকস্থলী ওয়াশ দিয়ে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।”

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
 

Link copied!