• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়ােজন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৮:৩০ পিএম
‘অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়ােজন’

দেশব্যাপী অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়ােজন বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাে. সাজ্জাদ হােসাইন।

বুধবার (১৬ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তরের সম্মেলন কক্ষে অংশীজনের অংশগ্রহণে (বিভিন্ন স্টেকহােল্ডারদের) আয়ােজিত সভায় এসব কথা বলেন তিনি।

সাজ্জাদ হােসাইন বলেন, দেশে অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে সরকারের পক্ষে মূল কাজ করে থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে এর জন্য সকলের সমন্বিত অংশগ্রহণ প্রয়ােজন। সকল সংস্থা নিজ নিজ জায়গা থেকে এ বিষয়ে সচেতন ও সতর্ক হলে এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করলে সামগ্রিকভাবে অগ্নিনিরাপত্তা জোরদার হবে। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জনবল ও আধুনিক সরঞ্জাম দিয়ে সমৃদ্ধ করায় বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অধিদপ্তরের পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএ, ঢাকা উত্তর সিটি করপােরেশন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ওয়াসা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরসহ মােট ১৮টি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সূচনা বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব (শৃঙ্খলা-১ ও ২ শাখা) আফরােজা আক্তার রিবা অংশগ্রহণ করেন। কর্মজীবনের স্মৃতিচারণা করে তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার থাকার সময় তিনি সকলকে ফায়ার সার্ভিসের মতাে ত্বরিত সাড়া প্রদানের পরামর্শ দিতেন। সেবা প্রদানের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অংশীজনেরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্তমান সেবা কাজের প্রশংসা করে মুক্ত আলােচনায় অংশ নেন। তারা দেশের অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমকে আরাও গণমুখী করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন। এর মধ্যে উল্লেখযােগ্য হলাে- শিক্ষা কারিকুলামে অগ্নিনিরাপত্তার বিষয় অন্তর্ভুক্তকরণ, গণসংযােগ-মহড়া-প্রশিক্ষণ ও পরিদর্শন নিয়মিতভাবে সম্পন্ন করা, সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরাও জোরদার করা, অগ্নিনিরাপত্তা আইন ভঙ্গকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং জোরদার করা ইত্যাদি। অনুষ্ঠানের সভাপতি পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবুর রহমান উন্মুক্ত আলােচনা পর্বটি পরিচালনা করেন এবং সকলের জানতে চাওয়া বিভিন্ন তথ্য, মতামত ও প্রশ্নের জবাব দেন।

এ সময় ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মাে. রেজাউল করিম বক্তব্য দেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!