দীর্ঘ প্রায় ৮১ দিন পর রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে গাড়িতে করে নিয়ে বাসার উদ্দেশে রওনা হয়।
এরপর রাত সাড়ে ৮টার পর বাসায় পৌঁছেন তিনি।
দেশে করোনা পরিস্থিতির অবনতি বিবেচনায় তাকে বাসায় নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।
এদিকে গুলশানের ফিরোজায় বেগম খালেদা জিয়ার ফিরে আসার খবরে এরই মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে বাসাটি।
এর আগে সন্ধ্যায় বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন তার চিকিৎসকরা।
এর আগে ১৩ নভেম্বর তার বাসভবন ফিরোজায় রক্তবমির পরপরই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভার কেয়ারের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তাকে চিকিৎসা দিচ্ছে।
২৮ নভেম্বর খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে বলেছিলেন, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছিল। তিনবার এই রক্তক্ষরণ সামাল দেওয়া গেলেও চতুর্থবারের জন্য আশঙ্কা প্রকাশ করেন তারা।
এর আগে ৭৭ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিকস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ সবশেষ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।