গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ৫৬ জন।
এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৮৪ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন।
এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো শনাক্তের হার ১০ শতাংশের নিচে রয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৭৬ শতাংশ।
এর আগে ৬ সেপ্টেম্বর শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ, ৫ সেপ্টেম্বর ৯ দশমিক ৬৬ শতাংশ এবং ৪ সেপ্টেম্বর ৯ দশমিক ৮২ শতাংশ ছিল।