রাজধানীর পল্টনে রূপায়ন তাজ সেন্টারে এসি মেরামত করার সময় ১৫ তলা থেকে পড়ে মো. শাওন (২৭) নামে এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত শাওনকে উদ্ধার করে নিয়ে আসা দোকান মালিক মো. ইয়াসিন বলেন, “আমার দোকানের নাম কুল সেন্টার। শাওন আমার দোকানে এসি মেরামতকারী হিসেবে কাজ করতেন। পল্টনে রূপায়ন সেন্টারে এসির কাজ করার সময় ১৫ তলা থেকে সেফটি বেল্ট ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।”
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে জানানো হয়েছে।”