রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ইয়াসমিন (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪।
রোববার (১৯ ডিসেম্বর) সকালে র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
এএসপি মাজহারুল ইসলাম বলেন, “র্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি ইয়াসমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট ও নগদ টাকা জব্দ করা হয়। তবে কতো টাকা জব্দ করা হয় সে তথ্য জানাতে পারেননি র্যাবের এ কর্মকর্তা।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসমিন র্যাবকে জানান, “বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা কিনে এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন তিনি।”
আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি।