রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা থেকে হুমায়ুন গাজী (৩০) নামের এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
হুমায়ুন গাজী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলকাঠি গ্রামের সবজি ব্যবসায়ী খবির গাজীর ছেলে।
হারুন অর রশিদ জানান, বুধবার রাত তিনটা দিকে নয়াটোলার একটি ভাড়া বাসা থেকে হুমায়ুন গাজীর মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই হারুন আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।