রাজশাহীতে কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সাদিকুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার (৫ জানুয়ারি) গভীর রাতে মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ওই নারীর নাম ফাতেমা খাতুন। তিনি মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ জানায়, স্ত্রীর গায়ে আগুন দিয়ে স্বামী সাদিকুল ইসলাম পালিয়ে যান। গুরুতর আহত ফাতেমা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সাদিকুল ইসলাম ও ফাতেমা বেগমের মধ্যে কয়েক দিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সাদিকুল ইসলাম প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। বুধবার রাত সোয়া ১টার দিকে স্বামী সাদিকুল স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় ফাতেমার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ফাতেমার মুখ, বুক ও দুই হাত দগ্ধ হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, স্বামী সাদিকুল পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।