মুজিব বর্ষে সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের কাজ সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার-২০২২ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ নিয়ে এবার দুটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননার জন্য মনোনীত করা হলো। বুধবার (২৩ মার্চ) বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১৫ মার্চ এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকার। তালিকায় ২০১৯ সালে প্রয়াত হওয়া আমির হামজা নামে একজনকে সাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
সর্বোচ্চ বেসামরিক সম্মাননার তালিকায় আমিরের নামটি দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেন। পরে খবর নিয়ে ‘বাঘের থাবা’, ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি’ ও ‘একুশের পাঁচালি’ নামে তার তিনটি বইয়ের সন্ধান পাওয়া যায়।
নানা সমালোচনার মধ্যে আমির হামজার নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশোধিত সেই তালিকায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পদকের জন্য মনোনীত করা হয় বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস, মরহুম সিরাজুল হককে।
চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম; স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নাম ঘোষণা করা হয়।
এছাড়া প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের নাম ঘোষণা করা হয়। এবার স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের তালিকায় প্রতিষ্ঠান হিসেবে বিদ্যুৎ বিভাগের নাম যুক্ত হলো।
আগামীকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা থেকে বিজয়ীদের হাতে এ পুরস্কার দেওয়া হবে।