• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘স্বাধীনতা দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৪:২৭ পিএম
‘স্বাধীনতা দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ’

গণহত্যা ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, “২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। ওই দিন ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট থেকে আমিনবাজার পর্যন্ত এলাকায় সর্বসাধারণের চলাচল বন্ধ থাকবে।”

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যতক্ষণ সেখানে থাকবেন, বিদেশি অতিথিরা না যাওয়া পর্যন্ত সড়ক বন্ধ থাকবে বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। গোয়েন্দা নজরদারি থাকবে।”

Link copied!