• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন ৫ দলের নেতারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০২:৫৭ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন ৫ দলের নেতারা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর অনুমতি প্রদান এবং ব্যবস্থা করে দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০ দলীয় জোটের পাঁচটি দলের শীর্ষ নেতারা।

রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে গিয়ে আসাদুজ্জামান খান কামালের হাতে স্মারকলিপি তুলে দেন নেতারা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

এ সময় তিনি ছাড়াও স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান এম এ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা। 

স্মারকলিপিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তার সুচিকিৎসার প্রয়োজন। সরকার রাজনৈতিকভাবে হোক বা অরাজনৈতিকভাবে হোক, তার প্রতি ইতোমধ্যে সহানুভূতি প্রদান করেছে। এজন্য তারা কৃতজ্ঞ। এখন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর অনুমতি এবং ব্যবস্থা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছেন তারা। এটি রাজনৈতিক ইতিহাসে সৌজন্য ও মহানুভবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ বিষয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গণমাধ্যমে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে আবেদনটি গ্রহণ করেছেন এবং বলেছেন, দ্রুত সময়ের মধ্যে এটি সর্বোচ্চ মহলে পৌঁছে দিবেন।
 

Link copied!