• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সিএনজির ধাক্কায় রিকশাচালক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৩:৩২ পিএম
সিএনজির ধাক্কায় রিকশাচালক নিহত
ফাইল ছবি

রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টাফ কোয়ার্টারের সামনে সিএনজির ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। তার নাম আমিনুর (৩০)। শনিবার (১২ মার্চ) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফুলবাসি আক্তার বলেন, “খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে স্বামীর মরদেহ শনাক্ত করি। এলিফ্যান্ট রোড এলাকায় একটি সিএনজি আমার স্বামীর রিকশায় ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভোর পৌনে ৪টার দিকেে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ফুলবাসি আক্তার আরও বলেন, “তাদের গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ থানায়। নিহত আমিনুর পূর্ব বকশীগঞ্জ গ্রামের মো. সোনাহার মিয়ার ছেলে। তিনি কামরাঙ্গীরচর বাগানবাড়ি তিন নম্বর গলি এলাকায় থাকতেন।”

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

এছাড়া ঘাতক সিএনজিটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!