• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সিইসির সঙ্গে জাপার বৈঠক সোমবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৮:২২ পিএম
সিইসির সঙ্গে জাপার বৈঠক সোমবার
ফাইল ছবি

আসন্ন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনসহ দেশজুড়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বসতে যাচ্ছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। 

রোববার (৯ জানুয়ারি) এ তথ্য জানান জাপা চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। 

এছাড়া তার সঙ্গে রয়েছেন- কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া ও নাজমা আখতার।

দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেন, “নির্বাচনে সরকারি দলের টিকিট পেলেই সেখানকার পুলিশ ও প্রশাসনের একটি শ্রেণি নির্বাচনকে কলুষিত করতে উঠে পড়ে লেগে যায়।”

নির্বাচনের মাঠে প্রতিপক্ষকে ক্ষমতাসীনরা দাঁড়াতে দিতে চাচ্ছে না বলে জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!