যুদ্ধ নয়, তবে সার্বভৌমত্বের ওপর আঘাত এলে বাংলাদেশ চুপ থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে ডিএসসিএসসি কোর্স-২০২১-২২ সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে গণবভন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেছেন, “বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। কারও সঙ্গে যুদ্ধে জড়াবে না। তবে সার্বভৌমত্বের ওপর আঘাত এলে চুপ করে বসেও থাকবে না বাংলাদেশ।”
সেনাবাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “দেশকে আগে ভালোবাসতে হবে। এরপর দেশের জন্য নিবেদিত হতে হবে। মাথা উঁচু করে চলতে হবে।”
নিজেকে সেনা পরিবারের সদস্য উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের পরিবারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমার দুই ভাই আর্মি অফিসার ছিলেন। ক্যাপ্টেন শেখ কামাল একজন উদ্যমী সৃজনশীল ও প্রাণবন্ত সেনা অফিসার ছিলেন। ঢাকা সেনানিবাসস্থ দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন শেখ জামাল। তারাও দেশের জন্য় নিবেদিত ছিল।”
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। ভালো কিছু হবে আশা করা যাচ্ছে।”