সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, “সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিসর একেবারেই সংকুচিত করে ফেলেছে। কর্মসূচিগুলো একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচি। এখন পর্যন্ত কোনো কর্মসূচিতে শান্তি ব্যাহত হয়নি, অন্তত বিএনপির দিক থেকে হয়নি। অথচ তারা পরিকল্পিতভাবে বাধা দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে সংকুচিত করে ফেলেছে।”
বিএনপি মহাসচিব আরো বলেন, “জনগণের অধিকার আদায়ের যে দাবি—একটি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্রের সেটার জন্য আমরা আন্দোলন করছি।”
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মির্জা ফখরুল বলেন, “আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনকে আপনারা কখনো দমন করতে পারবেন না।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, মোকতাদির চৌধুরী, শাম্মী আকতার, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান।