• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

‘সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে সরকার চিন্তিত’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৩:৪০ পিএম
‘সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে সরকার চিন্তিত’

দেশে গত কয়েক দিনে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ১৮ শতাংশ বেড়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “এভাবে সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না। এ নিয়ে চিন্তিত সরকার।”

সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। ডেল্টা ভ্যারিয়েন্টের পুরো সময়ও সংক্রমণ এত দ্রুতগতিতে বাড়েনি। মানুষ বেপরোয়াভাবে চললে এটা বাড়তে থাকবে।”

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত ৭ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এখনো সরকারের হাতে ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুত রয়েছে। আর দেশে এক ডোজ, দুই ডোজ ও বুস্টার ডোজ মিলিয়ে এ পর্যন্ত সাড়ে ১৪ কোটি টিকা দেওয়া হয়েছে।

সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ মানার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিধিনিষেধ না মানলে ওমিক্রনের সংক্রমণ আরও বাড়বে।”

Link copied!